Mahfuzur Rahman Manik
গল্প ও জীবন- সমানে সমান
এপ্রিল 9, 2016

Dana Vanga Shaliker Shukhগল্প আর জীবনের দুরত্ব কতটুকু? লেখকের কাছে এর উত্তর হয়তো আছে। একেকজন একেকভাবে সেটা বলতে পারেন। তবে এটা মনে হওয়াও বিচিত্র নয় যে, এ দুয়ের মাঝে বিশেষ কোন দুরত্বই নেই। গল্পকার গল্প বানান ঠিকই আছে। তা জগতের বাইরের কিছু নয়। মানুষেরই গল্প। মানুষের হাসি-কান্না-সুখ-দুঃখের গল্প। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা অন্য কোন জীবনের গল্প। সেখানে গল্প ও জীবন চলে সমানে সমান। জীবনের নানাবিধ অভিজ্ঞতার ভাণ্ডার যার যত বেশি সে তত শক্তিশালী লেখক বা গল্পকার।
এ জন্য লেখক হওয়ার ক্ষেত্রে আলাদা চোখ লাগে। সাধারণ মানুষ কোন কিছু দেখে যখন হাঁসে কিংবা কাঁদে লেখক কেবল তা-ই করে না, এর ভেতর থেকে লেখাটাও তৈরি করে নেয়। গল্পকার গল্প সাজায়, একেকটা ঘটনা একেকটা অভিজ্ঞতা দেয়। তা নিয়ে গল্প লেখা হয়। তাতে এমন অনেক বিষয় উঠে আসে যেটা হয় চাক্ষুষ নয় অন্তরের বিষয়। কিন্তু গল্পকারের চোখে ধরা না পড়ে পারে না। সে গল্প পড়ে পাঠকও আশ্বর্য হয়। ভাবে এ যে তারই গল্প, তারই আত্মকথা।সোহেল নওরোজের ডানাভাঙা শালিকের সুখ তেমনি এক গল্পগ্রন্থ। নামের সঙ্গে সুখ থাকলেও ১৬ টি গল্পে কেবল সুখই নেই বেদনাও আছে, আশা নেই হতাশাও আছে, ভালো লাগা নেই মন্দ লাগাও আছে। গল্পের একেকটা শিরোনামই যেন সে অবস্থা বলে দেয়। বোধের দরজায় বৃদ্ধ বাবার সামনে এক কঠিন বাস্তবতা হাজির হয়। তার করুণ মৃত্যু পাঠককে অশ্রুসিক্ত না করে পারবে না। রোদবলিকা, টান কিংবা দোলাচল যেন নিঃশ্বাসে মিশে থাকা গল্প। এর মাঝেও সানাউল্লাহর কাহিনী আর অভিশপ্ত রাত তুমিগ্রস্ত আঁধারের মতই করুণ।
গল্পগুলোতে পাঠক একান্ত নিজেকে খুজে না পেলেও অন্তত পড়ে আনন্দ পাবেন। কাহিনী যেমন অসাধারণ তেমনি বর্ণনাভঙ্গিও; সহজ-সরল ও যথাসম্ভব ছোট বাক্য পাঠককে মুগ্ধ করবে। অবশ্য লেখক কেবল যে পাঠকের জন্য লিখেন তা নয়; নিজের জন্যও লিখেন। তবে সোহেল নওরোজ নাকি দ্বিধায় থাকেন গল্প লেখার ভূমিকা নিয়ে- গল্প লেখকের ইচ্ছায়ই চলে নাকি গল্পের ইচ্ছায় লেখক চলেন। যে যাকেই পরিচালিত করুক গল্প হয়ে ওঠাই মূখ্য। ডানাভাঙা শালিকের সুখ গল্পগ্রন্থটিতে সে গল্পই আমরা দেখেছি।
লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ এটি। পরিপক্বতা, গল্প বুননের দিক থেকে এটি যে প্রথমটিকে ছাড়িয়েছে তা বলাই বাহুল্য। লেখকের গল্প লেখার ক্ষেত্রে স্বপ্নরা ভীড় করে। সেটা হয়তো কষ্টের জীবনে সুখ সন্ধান কিংবা জীবন সংগ্রামের জয়। লেখক হয়তো ডানাভাঙা শালিকের মত সবার জীবনে সুখের স্বপ্নই দেখেন। তারপরও তাকে জীবনের প্রয়োজনে অন্য গল্পও সাজাতে হয় যেখানে বিরহকে ফেলা যায় না। প্রেমও যে এসছে। পাঠক আরেকবার প্রেমিক হওয়ার জন্যও হয়তো বইটি খুজবেন। যেখানে সময়ের অনুসঙ্গ ফেসবুকও বাদ যায়নি। সব মিলিয়ে এ এক অসাধারণ গল্পের বই। না পড়লে পাঠক বাদল দিনের তৃতীয় কদম ফুলও যে মিস করবেন।

ট্যাগঃ , , , , ,

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।