আলহামদুলিল্লাহ। আমার ওয়েবসাইট তথা মাহফুজমানিক ডট কমের ৫০০তম পোস্ট এটি। ব্যক্তিগত পাঁচশত পোস্ট হওয়ার তাৎপর্য এটাই যে, এটি আমার লেখালেখি জীবনের একযুগের অধিককালের সঞ্চয়। এখানে আমার বিপুল অধিকাংশ কাজের লিখিত রূপ রয়েছে; সংবাদমাধ্যমে প্রকাশিত কলাম আছে; রয়েছে অনুবাদ এবং সাক্ষাৎকার। বই আলোচনা কিংবা ব্যক্তিগত অনুভূতির প্রকাশ আছে। আছে ভিন্ন কিছুও।
বলেনিই, ২০১৩ সালের ১১ নভেম্বর এ ওয়েবসাইটের ২০০তম পোস্ট হওয়া সংক্রান্ত ডাবল সেঞ্চুরি শিরোনামে একটা লেখা লিখেছিলাম। ক্রিকেটীয় অভিধা দিয়ে সেটি লিখেছিলাম বলে বাংলাদেশের ক্রীড়াজগতের অন্যতম তারকা সাংবাদিক রানা ভাই (রানা আব্বাস) ক্রিকেটীয় উদাহরণ দিয়েই তখন এই মন্তব্য করেছিলেন- ’আপনার ২০০তম লেখার জন্য অভিনন্দন! 🙂 আশা করি একদিন এটা ৪০০তম হবে। তখন আপনি ক্রিকেট বরপুত্র লারার রেকর্ডটি স্পর্শ করবেন। তিনি একবার ৪০০ (নটআউট) করেছিলেন; যেটি টেস্টম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ রান। আর ৪০১ হলে লারার রেকর্ডও ভেঙে যাবে। বোধ করি লারা তাতে অখুশি হবেন না। কেননা তিনি জানবেন, যোগ্য লোকটিই তাঁর রেকর্ড ভেঙেছেন!’
মন্তব্যটি অবশ্য রানা ভাইয়ের উদারতার প্রমাণ। ৫০০তম পোস্ট লিখতে এসে সে উদাহরণ আনলেও আহামরি কিছু করেছি বলে মনে হয় না। কারণ বলাচলে এসব অধিকাংশ আমার পেশাগত কাজেরই অংশ। তারপরও আনন্দের জায়গা এটাই যে আমার কাজগুলো এক জায়গায় রয়েছে। যদিও প্রতিবছরই যখন ওয়েবসাইটটির মেয়াদ শেষ হয়ে যায়, ডোমেইন হোস্টিং মিলে রিনিউ চার্জ যা-ই হোক, এক মুঠে দিতে কিছুটা কষ্টই হয়। তারপরও ভালো লাগে। আন্তরিকভাবে আমি ওয়েবসাইটে লেখাগুলো আপ করি। অন্যদের না হোক, নিজের লেখার রেফারেন্সের প্রয়োজনেও এই ওয়েবসাইটই আমার প্রধান ভরসা। Continue reading