বাংলাদেশে এ সময়ের মধ্যে অর্থাৎ ১৯৯৫ সাল থেকে বর্তমান পর্যন্ত ১৯ বছরে স্কুলের পথে জ্যামে পড়ে কিংবা বিভিন্নভাবে গাড়ি বা পরিবহনে কত বেশি সময় ব্যয় করতে হয়, একই সঙ্গে এই সময়ের মধ্যে নিজস্ব গাড়ির সংখ্যা কেমন বেড়েছে তার 'নির্দিষ্ট' হিসাব আমাদের কাছে নেই। তবে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে অনেকে সার্বিক হিসাব বের করেছেন। একটি সংবাদপত্র জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ৭ হাজার ৯৭৭টি গাড়ি নিবন্ধন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৬ শতাংশ বেশি। আর তার আগের চিত্র এক হিসেবে দেখা গেছে, ২০০৪ সালের তুলনায় ২০১৩ সাল পর্যন্ত রাজধানীতে গাড়ি বেড়েছে প্রায় ৮০ শতাংশ। সাম্প্রতিক ট্রেন্ড ধরে ১৯৯৫ সাল থেকে বর্তমান পর্যন্ত গাড়ি বাড়ার হার হিসাব করলে হয়তো তা দ্বিগুণ হবে। একই সঙ্গে স্কুলের পথে সময় ব্যয়ের হারও যে কোনো ক্ষেত্রে দ্বিগুণের চেয়েও বেশি হবে, তা বের করতে কষ্ট হওয়ার কথা নয়। কারণ যানজট হিসাব করার জন্য এক প্রাইভেট কারই যথেষ্ট। কিন্তু ঢাকায় কেবল ব্যক্তিগত গাড়িই বাড়েনি, বেড়েছে অন্যান্য যানবাহনও। তার চেয়েও বড় কথা হলো, এখানে প্রতিদিন বাড়ছে লোকসংখ্যা।
এসব মাথায় রেখেই আমাদের অভিভাবকরা সন্তানকে সঠিক সময়ে স্কুলে পেঁৗছানোর ব্যবস্থা নেন। যদিও এই টেনশন যতটা অভিভাবকদের ততটা আমাদের সবার। অন্তত ইংল্যান্ডের গবেষণাও আমাদের সে পথ দেখাচ্ছে। আমরা যে যানজটসহ নাগরিক নানা সমস্যায় আকণ্ঠ ডুবে আছি তা স্পষ্ট। কিন্তু সে তুলনায় প্রকৃতই সমস্যা কতটা সেটা নির্ণয়ে যে গবেষণা হওয়া প্রয়োজন, সেখানে আমাদের দীনতা বলার অপেক্ষা রাখে না। সমস্যা নির্ণয়ে যেখানে এই দশা সেখানে সমাধান কতদূর আমাদের জানা নেই। তারপরও আমরা দিব্যি আছি। এই তো আমরা।
- সমকালে প্রকাশিত, ০৬ সেপ্টেম্বর ২০১৪
- ই-সমকাল হতে দেখুন
- ছবি: অনলাইন