Mahfuzur Rahman Manik
আমার বিশ্বকাপ ভাবনা
জুলাই 8, 2010

বিশ্বকাপ জ্বরে বিশ্ব যতটা কাপছে আমি ততট স্থির। বিশ্বকাপের জ্বর আর জোয়ার যাই বলি আমাকে কিন্তু কোনটাই স্পর্শ করেনি।আপনি কোন দল? এ প্রশ্নটির সম্মুখীন অহরহই হচ্ছি।উত্তরটা ছিল আমার কোন দল নেই। প্রশ্নকারী অবাক হয়ে যায় বটে,আমি অবাক হই না। যখন দেখি আমার বড় ভাই, বন্ধুরা ২৭০ গজ একটি দেশের পতাকা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে আমি অবাক হই না, অদ্ভুত মানুষের কাতারের আমাকে অনেকেই ফেলে দেয়। দোষটা তাদের নয়, আমারই। এই যে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে কত মাতামাতি, আমাদের এসএম হলে আর্জেন্টিনার খেলা হলে প্রজেক্টর দিয়ে দেখানো হয়। সবাই কেমন উচ্ছসিত হয়ে খেলা দেখে , চিৎকার করে; আমি নাই। ১১ জুন (২০১০) হতে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ ১১ জুলাই শেষ হচ্ছে। আমি খেলা দেখেছি মোট দশ মিনিট। এর বাইরে টিভি রুমের উপর দিয়ে রুমে আসতে ১০ বার ৩০ সেকেন্ড ধরলে ৫ মিনিট ধরা যায় । অর্থাৎ মোট ১৫ মিনিট । এরপরও যে খেলা সম্পর্কে কিছু জানিনা তা নয় । জানি ব্রাজিল, আর্জেটিনা ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ ইতিমধ্যে ১২টি দল নক আউটপর্বে উঠেছে। ১৬ দলের বাছাইয়ের প্রথম রাউন্ড খেলার ২৫ জুন ছিল শেষ দিন। আর ইতিমধ্যেই ব্রাজিল ও আর্জেন্টিনা আখের গুছিয়েছে। এ জানাটা আমাকে বাধ্য হয়ে জানতে হয়। জানতে না চাইলেও আমার জানা হয়ে যায়। কারণ সংবাদমাধ্যম। আমাদের প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়াগুলো খেলার বিষয়ে এত তৎপর যা অকল্পনীয়। অবশ্য এমনও হয় এক পত্রিকার চাপে আরেক পত্রিকা বিশাল আয়োজন করতে বাধ্য হয় । যেমন কালের কন্ঠ যখন বিশ্বকাপ আয়োজনে কুইজে ফ্লাট বাড়ি পর্যন্ত দিচ্ছে, দিচ্ছে পত্রিকার সাথে নানা গিফট। তাছাড়া প্রতিদিনের স্পেশাল আয়োজন তো আছেই। সেখানে প্রথম আলো কিভাবে বসে থাকবে। তারাও দিচ্ছে ল্যাপটপসহ নানা উপহার আর প্রতিদিনের বিশেষ পাতা তো আছেই । এসব করে যখন আমাকে খাইয়ে দিচ্ছে সংবাদপত্রগুলো তখন কী আর করার থাকে না জেনে। প্রধান প্রধান শিরোনাম করছে খেলা নিয়ে তখন আর না জেনে উপায় নেই , জানেত বাধ্য। অবশ্য আমি জেনে লিখলেও দোষ । সাকিব আল হাসান একটি ক্রিকেট ম্যাগাজিনের সেরা খেলোয়ার পুরস্কার পেয়েছে, আরেক বার ৩৮০ স্কোর করে অলরাউন্ডারদের তালিকায় র‌্যাংকিংয়ের শীর্ষে ঊঠেছে। আমি তাকে নিয়ে লিখলাম Congratulation Sakib Al Hasan, পত্রিকায় লেখা দেখে তো রুমমেটরা রীতিমত ঝগড়া বাধিঁয়েছে। আমি যে খেলা দেখিনা খেলা সম্পর্কে কী জানি! যেটা সর্ম্পকে জানি না যেটা সর্ম্পকে কেন লিখব ইত্যাদি ইত্যাদি। আমি মন খারাপ করিনি। আসলে আমি অন্যের আগ্রহের বিষয়কে শ্রদ্ধা করি। খেলা নিয়ে অন্যদের মাতামাতি আমাাকে উজ্জীবিত করে। অনেকে সমর্থক দেশের দলের নামও ঠিকমতাে জানে না । যেমন বলে এই বিরাজিল (ব্রাজিল) এর কী খবর। তবুও তার এই দলের খবর জানতে চাওয়াটা আমি উপভোগ করি । উপভোগ করি বলেই এবার ফুটবল  (২০১০) বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগেই বিশ্বকাপের পুরো সূচি কিনে এনে রুমে এনেছি।

আমার খেলায় মনযোগ নেই। আড্ডা নেই। খেলা দেখি না- তবুও খেলা নিয়ে লিখছি । সবার যেখানে আগ্রহ আমিও একটু শেয়ার করলাম আর কী।

  • রুমমেট (১৫৯) হোসাইন সাজ্জাদ সম্পাদিত এসএম হলের ‌'সিরিয়াল ব্রেক' দেয়ালিকায় প্রকাশিত ৩ জুলাই ১০
  • Spain win World Cup 2010

ট্যাগঃ , , , ,

2 comments on “আমার বিশ্বকাপ ভাবনা”

Jaher শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।