
গরু যত নিরীহ প্রাণীই হোক আলোচনা-সমালোচনা যে একে ছাড়ছে না। গোটা বছরে নানা কারণে গরু আমাদের দেশে যত না আলোচনায় ছিল, তার চেয়ে বেশি ছিল ভারতে। বছরের শেষে এসে তাই ইয়াহু বলছে, ভারতে বছরের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব বা পার্সোনালিটি অব দ্য ইয়ার গরু। ভারতের এত রথী-মহারথীর ভিড়ে আলোচনায় যখন গরু শীর্ষে, তখন স্পষ্টতই বোঝা যায় এখানে ‘কিন্তু’ একটা আছে।
এ বছরজুড়েই আমরা তা দেখেছি। মার্চ মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরু নিষিদ্ধ হয়। সেখানে গরু জবাই, গরুর গোশত বিক্রি ও খাওয়ার ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আইন অমান্যকারীর জন্য উচ্চমাত্রায় জরিমানা দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান করা হয়।
Continue reading →