Mahfuzur Rahman Manik
একুশে ফেব্রুয়ারি গুলিবর্ষণ সম্পর্কে সরকারি সংবাদ বিজ্ঞপ্তি
ফেব্রুয়ারী 21, 2018

২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের গুলিবর্ষণের সংবাদ বিজ্ঞপ্তি
পরিচালক, প্রচার বিভাগ
পূর্ব বাংলা, ইডেন বিল্ডিং, ঢাকা
২৪ মার্চ, ১৯৫২

প্রেস নোট

ঘটনার বিস্তারিত

সাম্প্রতিক বিশৃঙ্খলা নিরসনে নিহতের সংখ্যা ও তাদের দেহ সৎকার নিয়ে কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। বলা হচ্ছে, মৃতের সংখ্যা দেড় শতাধিক, তাদের অধিকাংশই শিক্ষার্থী যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মেয়েও রয়েছে। এমন গুজবও ছড়ানো হচ্ছে যে, মৃতদেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব গুজব কেবল মুখে মুখেই ছড়ানো হচ্ছে না বরং বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ডও লাগানো হয়েছে। এভাবেই কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে দাবানল ছড়িয়ে জনঅসন্তোষ সৃষ্টির পায়তারা করছে। এসব গুজব যে স্পষ্টতই মিথ্যা তা নিচের তথ্য-উপাত্তই প্রমাণ করছে, যেগুলো সকলের অবগতির জন্য অত্যন্ত সতর্ক অনুসন্ধানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এখানে দেখা গেছে দুই দিনের বিশৃঙ্খলায় বুলেটের আঘাতে মাত্র চারজন প্রাণ হারিয়েছে, যাদের একজন মাত্র শিক্ষার্থী। ধর্মীয় যথাযথ নিয়ম মেনে মৃতদেহ সমাহিত করা হয়েছে। জানাজার নামাজ একজন হাফেজ পড়িয়েছেন এবং সেখানে কাছে থাকা মৃতব্যক্তির স্বজনরা উপস্থিত ছিলেন। একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ও নির্দেশনায় সকল কাজ সম্পন্ন হয়েছে।


মৃতদের তথ্য
১.
গুলির স্থান ও সময় : ২১.০২.১৯৫২, মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা
মৃত ব্যক্তির নাম :আবুল বারাকাত
বাবার নাম : শামসুদ্দিন
বয়স : ২৫
পেশা : ছাত্র
ঠিকানা : বাবলা, পোস্ট- ভরতপুর, মুর্শিদাবাদ।
প্রযত্নে- আবদুল মালিক
সহকারী হিসাব কর্মকর্তা, এজিইবি
মৃত্যুর কারণ :গুলির আঘাত
জানাজায় উপস্থিত স্বজন :আবুল কাশেম, ডেপুটি সেক্রেটারি, এলএসজি বিভাগ।
আবদুল মালিক, সহকারী হিসাব কর্মকর্তা, এজিইবি
ড. হাবিবুদ্দীন আহমেদসহ আরও উল্লেখযোগ্য সংখক আত্মীয়স্বজন
জানাজার নামাজ পরিচালনা করেন :হাফেজ মাওলানা আবদুল গফুর
উপস্থিত ম্যাজিস্ট্রেট : মোহাম্মদ ইউসুফ, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট

২.
গুলির স্থান ও সময় : ২১.০২.১৯৫২, বাবু লেন, ঢাকা
মৃত ব্যক্তির নাম :রফিউদ্দীন
বাবার নাম : আবদুল লতিফ
বয়স : ২৫
পেশা : একটি প্রিন্টিং প্রেসে বাবার কাজে সহায়তা করা
ঠিকানা :৯, আগমসীহ লেন, ঢাকা
গ্রামের ঠিকানা : গ্রাম- পারিল, পোস্ট-বুয়ালথানা, থানা- সিঙ্গাইর, ঢাকা
মৃত্যুর কারণ :গুলির আঘাত
জানাজায় উপস্থিত স্বজন : কেউ ছিলেন না
জানাজার নামাজ পরিচালনা করেন : হাফেজ মাওলানা আবদুল গফুর
উপস্থিত ম্যাজিস্ট্রেট : মোহাম্মদ ইউসুফ, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট

৩.
গুলির স্থান ও সময় : ২১.০২.১৯৫২, বাবু লেন, ঢাকা
মৃত ব্যক্তির নাম :আবদুল জাব্বার
বাবার নাম : হাশেম আলী
বয়স : ৩০
পেশা : দোকানদার
ঠিকানা : গ্রাম- পাচোরা, পোস্ট- গফরগাঁও, জেলা : ময়মনসিংহ
মৃত্যুর কারণ :গুলির আঘাত
জানাজায় উপস্থিত স্বজন : কেউ ছিলেন না
জানাজার নামাজ পরিচালনা করেন : হাফেজ মাওলানা আবদুল গফুর
উপস্থিত ম্যাজিস্ট্রেট : মোহাম্মদ ইউসুফ, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট

৪.
গুলির স্থান ও সময় : ২২.০২.১৯৫২, নওয়াব পুর, ঢাকা
মৃত ব্যক্তির নাম : শফিকুর রহমান
বাবার নাম : মাহবুবুর রহমান
বয়স : ২০
পেশা : ঢাকা হাইকোর্টের কর্মচারী
ঠিকানা : ৬, রঘুনাথ দাস লেন, ঢাকা
মৃত্যুর কারণ : গুলির আঘাত
জানাজায় উপস্থিত স্বজন : বাবা ও অন্যান্য আত্মীয়স্বজন
জানাজার নামাজ পরিচালনা করেন : হাফেজ মাওলানা আবদুল গফুর
উপস্থিত ম্যাজিস্ট্রেট : ওবায়দুল্লাহ, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
নিচের নিহত দু'জনকে প্রথমে ভুলক্রমে বিশৃঙ্খলার কারণে মৃত্যু হয়েছে বলে আনা হলেও ব্যাপক অনুসন্ধানের পর জানা গেছে যে, তা আসলে মোটর অ্যাক্সিডেন্টে নিহত হয়।

৫.
তারিখ ও সময় : ২২.০২.১৯৫২, নওয়াবপুর, ঢাকা
মৃত ব্যক্তির নাম :ওয়াহিদুল্লাহ
বাবার নাম : হাবিবুর রহমান
বয়স : ৪০
পেশা : রাজমিস্ত্রির ছেলে
ঠিকানা :১৫২, লুৎফুর রহমান লেন, ঢাকা
মৃত্যুর কারণ : মোটর অ্যাক্সিডেন্ট
জানাজায় উপস্থিত স্বজন : কেউ ছিলেন না
জানাজার নামাজ পরিচালনা করেন : হাফেজ মাওলানা আবদুল গফুর
উপস্থিত ম্যাজিস্ট্রেট : ওবায়দুল্লাহ, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট

৬.
তারিখ ও সময় : ২২.০২.১৯৫২, নওয়াবপুর, ঢাকা
মৃত ব্যক্তির নাম :আবদুল আউয়াল
বাবার নাম : মো. হাশিম
বয়স : ২৬
পেশা : রিকশা চালক
ঠিকানা :১৯, হাফিজুল্লাহ লেন, মৌলভীবাজার, ঢাকা
মৃত্যুর কারণ : মোটর অ্যাক্সিডেন্ট
জানাজায় উপস্থিত স্বজন : কেউ ছিলেন না
জানাজার নামাজ পরিচালনা করেন : হাফেজ মাওলানা আবদুল গফুর
উপস্থিত ম্যাজিস্ট্রেট : ওবায়দুল্লাহ, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট


এ/ ১ এসএইচকে
নং ২৩০ পাব.
পূর্ব বাংলা সরকার, বি- কার্যধারা, বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস, রাজনীতি বিভাগ, প্রচার শাখা, মার্চ, ১৯৫২, কার্যধারা নং-১২৩; পুলিশ বিভাগ, হোম ব্রাঞ্চ, বান্ডল নং- ১২৪, নভেম্বর, ১৯৫২, প্রগ্রেস নং- ৩১৭-১৮

ট্যাগঃ , , , ,

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।