এবারের এইচএসসির ফলে কয়েক বছরের ধারাবাহিকতায় ছেদ পড়ল। ৩ আগস্ট প্রকাশিত এ ফলকে সরকার দেখছে ‘বিপর্যয়’ হিসেবে। আর সংবাদ মাধ্যমগুলোও মোটাদাগে খারাপ হিসেবেই চিহ্নিত করেছে। একে বিপর্যয় কিংবা খারাপ হিসেবে দেখার সুযোগ আছে কি?
১০টি শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। আর সর্বোচ্চ স্কোর জিপিএ ৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন। যে কোনো পাবলিক পরীক্ষা হিসেবে এ ফল মোটেও খারাপ নয়। বিপর্যয় তো নয়ই। বলা যায়, ধারাবাহিকতায় কিছুটা ছন্দপতন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এইচএসসির ফলে যে ধারা চলে আসছিল তাতে কিছুটা ছেদ পড়েছে। যেখানে ২০১২ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ, ২০১১ সালে ৭৫ দশমিক ০৮ শতাংশ আর ২০১০ সালে ৭১ দশমিক ৮২ শতাংশ। জিপিএ ৫-এর ক্ষেত্রেও একই কথা। এ বছরগুলোতে জিপিএ ৫ ধারী ছিল যথাক্রমে ৬১ হাজার ১৬২, ৩৯ হাজার ৭৬৯ ও ২৫ হাজার ৫১২। Continue reading
এইচএসসির ফলে ‘বিপর্যয়’ নাকি ছন্দপতন
Leave a reply