মানুষ সৃষ্টিগতভাবেই পরস্পরের আপন। তার জন্মসূত্রে কেউ মা, কেউ বাবা এভাবে কেউ ভাইবোন, স্বামী-স্ত্রী। তারা আপনজন, আত্মীয়স্বজন। তাদের কারও কিছু হলে অন্যজনের ওপর তার প্রভাব পড়ে। এটাই চিরন্তন রীতি। কোথাও কেউ বিপদে পড়লে আত্মীয়স্বজনরাই প্রথম এগিয়ে আসেন। দুর্যোগে এগিয়ে আসেন পাড়া-প্রতিবেশী, সাধারণ মানুষও। সাভার ট্র্যাজেডিতে আমরা ব্যতিক্রম দেখিনি। এখানে রানা প্লাজা ধসের পর এ লেখা পর্যন্ত ৭৭ ঘণ্টারও বেশিসময় পার হয়ে গেছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃত লাশ যেমন বের হচ্ছে, তেমনি জীবিত মানুষও উদ্ধার হচ্ছে। মাঝখানে বৃষ্টিতে এতখানি ছেদ পড়েনি তাতে। Continue reading
Monthly Archives: এপ্রিল ২০১৩
আহাজারির শেষ নেই…
ঘটনার প্রাথমিক পর্যায়ে লেখাটি এভাবে শুরু করতে চেয়েছিলাম…
দুর্ঘটনার হাত পা নেই। এটা বলে কয়ে আসেনা। তারপরও দুর্ঘটনার জন্য সবাই প্রস্তুত থাকে। কোথাও তা ঘটার আশংকা থাকলে তার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যেমন ট্রাকের পেছনে লেখা থাকে ‘১০০ হাত দূরে থাকুন’ কিংবা লঞ্চে আমরা লাইফবোট দেখি, বিভিন্ন ভবনে অগ্নি নির্বাপক যন্ত্রও দুর্ঘটনার হাত থেকে বাঁচার প্রস্তুতি। তা ঘটুক আর না ঘটুক অনেক আগ থেকেই এসব প্রস্তুতি আমরা দেখছি। আর দুর্ঘটনা নিশ্চিত ঘটবে এরকম আশংকা থাকলে তা থেকে বাঁচার জন্য কেমন প্রস্তুতি হতে পারে বলাই বাহুল্য। নিশ্চিত ঘটার আশংকা থাকা সত্ত্বেও সতর্কতা বা কোনোরূপ প্রস্তুতি গ্রহন না করার কথা আমরা চিন্তাও করতে পারিনা। আর এরকম অপ্রস্তুত অবস্থায় দুর্ঘটনা ঘটলে তার ভয়াবহতাও আমাদের কল্পনার বাইরে। ঠিক এ ঘটনাই ঘটলো সাভার।
কিন্তু দিন যত গড়ালো হিসেবও দ্রুত পাল্টালো। সেই সঙ্গে শুরুটা পাল্টানোর সিদ্ধান্ত নিলাম। Continue reading
তারিখ মনে রাখবেন!
আজ কয় তারিখ, জিজ্ঞেস করলে অধিকাংশই হয়তো জবাব দেবেন ১৮ তারিখ। বাস্তবেও ১৮ তারিখ। সেটা ইংরেজি মাস এপ্রিলের ১৮। তাহলে বাংলা কত? উত্তর দিতে অনেকেই হয়তো বৈশাখের শরণাপন্ন হবেন। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ গেল বলে সহজেই বলে ফেলবেন ৫ বৈশাখ। বলা চলে, এই বৈশাখটা ঘিরেই বাংলা বছর নিয়ে আমাদের উন্মাদনা। পহেলা বৈশাখ আসার আগ থেকেই যেমন তাকে বরণ করার প্রস্তুতি শুরু হয়ে যায়; তেমনি দিনটি গেলেও কয়েক দিন তার আমেজ থেকে যায়। এ বৈশাখ যত পুরাতন হবে, বাংলা তারিখটা বের করা যে তত কঠিন হবে_ তা বলাই বাহুল্য। কৃষক, যারা শস্য রোপণ কিংবা ফসল তোলার সময়টা বাংলা হিসাবেই করেন কিংবা সচেতনভাবে যারা বাংলা বছর গণনা করেন তাদের কথা ভিন্ন। Continue reading
দায়িত্বহীনতা!
সংবাদমাধ্যমে সব খবর আসে না। আবার অনেক খবর এলেও সবটা স্থানাভাবে ছাপা হয় না। ছাপা হলেও অনেকের তেমন নজরে আসে না। কিংবা নজরে এলেও হয়তো আলোচনার সৃষ্টি করে না। এভাবে কোনো কোনো খবর অনেকটা নীরবে-নিভৃতে হারিয়ে যায়, কোনোটা আবার ব্যাপক আলাপ-আলোচনার জন্ম দেয়। তার ফলোআপ খবরও ছাপা হয়। সেটাও এক সময় নতুন নতুন ঘটনার ঘনঘটার চাপে পড়ে যায়। খবর এ রকমই।
চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গ্রামবাংলার অনেক গুরুত্বপূর্ণ খবর প্রকাশের জন্য স্থান মিলছে না। তবে সমকাল গুরুত্ব দিয়েই ৮ এপ্রিল একটি খবর ছেপেছে। বরিশাল বানারীপাড়া প্রতিনিধির পাঠানো খবরটির শিরোনাম ছিল_ ‘লিখিত পরীক্ষার পাঁচদিন পর কার্ড পেলেন প্রার্থী!‘। হরতাল-ধর্মঘট-অবরোধের মতো খবরের তুলনায় গুরুত্বের বিচারে এ খবরটি হয়তো পেছনের দিকের। ফলে সেভাবেই এটি পত্রিকায় ভেতরের দিকে জায়গা পেয়েছে। তবে ‘খবরের পেছনের খবর’ বলে যে কথা আছে, তার অনুসন্ধান করতে গিয়ে জানা গেল প্রকৃতই এটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। Continue reading